আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Charge Takeover of Engr. Mohammad Istiaque Hussain
Details


প্রকৌশলী মোঃ ইশতিয়াক হোসেন, পরিচিতি নং-২০০৬৬১, সহকারী কর কমিশনার অদ্য ০৮ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ তারিখে সার্কেল-২৬৩ (মানিকগঞ্জ) এবং সার্কেল-২৬৪ (ঘিওর), কর অঞ্চল-১২, ঢাকা দপ্তরসমূহ তথা আয়কর বিভাগ, মানিকগঞ্জ এর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি জনাব মোঃ জালিছ মাহমুদ, সহকারী কর কমিশনার এর নিকট থেকে অত্র কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। এসময় কর পরিদর্শক জনাব মোঃ কবির হোসেন সহ সার্কেলের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকৌশলী মোঃ ইশতিয়াক হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) ক্যাডারের ৩৮ তম ব্যাচের একজন সদস্য। আয়কর বিভাগ, মানিকগঞ্জ এর দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি সহকারী কর কমিশনার হিসেবে সার্কেল-১১ (পার্বতীপুর), দিনাজপুর, কর অঞ্চল-রংপুর দপ্তরে কর্মরত ছিলেন।  

Images
Attachments
Publish Date
08/01/2023
Archieve Date
31/12/2088