আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Online Tax Deduction and Payment System (E-TDS)


সম্মানিত উৎসে আয়কর কর্তনকারী কর্তৃপক্ষের কার্যক্রম সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আয়কর বিভাগ অনলাইনে উৎসে আয়কর কর্তন, জমাপ্রদান ও মনিটরিং এর সুযোগ তৈরি করেছে। সম্মানিত উৎসে আয়কর কর্তনকারী কর্তৃপক্ষবৃন্দ etds.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশনপূর্বক খুব সহজে উৎসে আয়কর কর্তনের রিটার্ন, কর্তিত আয়কর জমা প্রদান এবং উৎসে আয়কর কর্তনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন। স্বয়ংক্রিয় এই ওয়েবসাইটে সংশ্লিষ্ট আয়ের তথ্য এন্ট্রি করার পরে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কী পরিমাণ উৎসে আয়কর কর্তন করতে হবে তা হিসাব করে প্রদর্শন করে এবং তারপর সংশ্লিষ্ট ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উক্ত আয়কর জমা প্রদান করা যায়।