আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Beginning of Income Tax Information Service Month (01 November - 30 November, 2023)
Details

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নির্দেশনা অনুসারে সারা দেশব্যাপী আয়কর তথ্য-সেবা মাস উদযাপন শুরু হয়েছে । এনবিআর এর নির্দেশনা অনুসারে কর অঞ্চল-১২, ঢাকা এর অধীন মানিকগঞ্জ জেলার আয়কর সার্কেলে ১ লা নভেম্বর, ২০২৩ খ্রি: তারিখ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত মাসব্যাপী আয়কর তথ্য-সেবা প্রদানের কাজ শুরু হয়েছে। সম্মানিত করদাতাবৃন্দ এই মাসের মধ্যে মানিকগঞ্জ জেলা আয়কর কার্যালয়ে এসে একই কক্ষে আয়কর সংক্রান্ত সকল সেবা পাচ্ছেন। সম্মানিত করদাতাবৃন্দ ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর অফিসে প্রবেশ করে অফিসের লবিতেই এক জায়গায় আয়কর সংক্রান্ত সকল সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একসাথে পাবেন। এই সেবাসমূহের মধ্যে রয়েছে আয়কর রিটার্ন দাখিল ও তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্র প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহযোগিতা প্রদান, নতুন করদাতাদের জন্য ই-টিআইএন রেজিস্ট্রেশন করা, কর প্রদানের জন্য এ চালানের ব্যবস্থা করা, অনলাইনে আয়কর রিটার্ন ফরম পূরণ এবং আয়কর রিটার্ন ফরম সরবরাহ ইত্যাদি। মাসব্যাপী আয়কর তথ্য-সেবা প্রদান কার্যক্রম উদযাপনের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার আয়কর অফিসকে বর্ণিল ব্যানার ও আলোকসজ্জ্বার মাধ্যমে সাজানো হয়েছে। মাসের ১ম দিনে আয়কর অফিসে আগত করদাতাবৃন্দ জানান, তারা আয়কর অফিসে রিটার্ন দাখিল করতে এসে কোনো বিলম্ব ছাড়াই তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকার পত্র পেয়ে যাচ্ছেন। তাছাড়া আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এক জায়গা থেকে পাচ্ছেন বিধায় সন্তোষ প্রকাশ করেছেন আগত করদাতাবৃন্দ। নতুন আয়কর আইন, ২০২৩ অনুসারে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি করদাতাবৃন্দ আয়কর রিটার্ন দাখিল না করলে কর অব্যাহতি বা কর রেয়াত সুবিধা প্রাপ্ত হবেন না। পাশাপাশি গুণতে হবে জরিমানা। তাই অতিরিক্ত কর পরিশোধ ও জরিমানা এড়াতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে মানিকগঞ্জ জেলার সম্মানিত করদাতাবৃন্দ যেন সহজেই হয়রানিমুক্তভাবে আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে আয়কর সেবা পেতে পারেন সেজন্য আয়কর অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


মোঃ ইশতিয়াক হোসেন

সহকারী কর কমিশনার

সার্কেল-২৬৩ (মানিকগঞ্জ) ও সার্কেল-২৬৪ (ঘিওর)

কর অঞ্চল-১২, ঢাকা।

Attachments
Image
Publish Date
01/11/2023
Archieve Date
30/11/2087