আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Seminar on TDS Return of Private Hospita, Clinic and Diagnostic Centers in Manikganj
Details

গত ০৯ জুন, ২০২৪ খ্রিঃ তারিখে কর অঞ্চল-১২, ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর অধিক্ষেত্রাধীন মানিকগঞ্জ জেলায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের মাসিক উৎসে করের রিটার্ন দাখিল সংক্রান্ত একটি ওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়। কর অঞ্চল-১২, ঢাকার মান্যবর কর কমিশনার জনাব মোঃ শাহাদাৎ হোসেন শিকদার মহোদয় সিজনাল ফ্লু ঘটিত শারীরিক অসুস্থতাজনিত কারণে উক্ত সেমিনারে উপস্থিত হতে পারেননি। উক্ত সেমিনারে কর অঞ্চল-১২, ঢাকা এর পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার জনাব গণেশ চন্দ্র মন্ডল মহোদয় এবং মনিটরিং   রেঞ্জ-৪ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার মিজ মোনালিসা শাহরীন সুস্মিতা মহোদয় উপস্থিত ছিলেন। সার্কেল-২৬৩ (মানিকগঞ্জ) এর সহকারী কর কমিশনার মোঃ ইশতিয়াক হোসেনের উপস্থাপনায় ওয়ার্কিং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিদর্শী যুগ্ম কর কমিশনার মিজ মোনালিসা শাহরীন সুস্মিতা মহোদয়। উক্ত সেমিনারে মানিকগঞ্জ জেলার প্রায় ১৩৬টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি মানিকগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, ক্লিনিক ও প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন এবং মানিকগঞ্জ জেলার বিভিন্ন চিকিৎসক পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন শেষে উৎসে কর রিটার্নের বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারে অংশগ্রহণকারী সদস্যবৃন্দের সাথে কর অঞ্চল-১২, ঢাকা এর কর্মকর্তাবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেমিনারে শেষ পর্যায়ে কর অঞ্চল-১২, ঢাকা এর অতিরিক্ত কর কমিশনার জনাব গণেশ চন্দ্র মন্ডল মহোদয় ওয়ার্কিং সেমিনার থেকে প্রাপ্ত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহকে প্রতি মাসে যথাযথভাবে উৎসে কর রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ করেন। (বিস্তারিত ছবি ফটোগ্যালারিতে)

Attachments
Image
Publish Date
09/06/2024
Archieve Date
30/06/2083