আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

A Challan System


সম্মানিত করদাতাবৃন্দ এখন ব্যাংকে না গিয়ে সরাসরি অনলাইনে আয়কর জমা দিতে পারেন। অটোমেটেড চালান সিস্টেম বা সংক্ষেপে এ চালান সিস্টেমের মাধ্যমে খুব সহজে ঘরে বসেই সম্মানিত করদাতাবৃন্দ তাদের প্রদেয় আয়কর জমা দিতে পারবেন। সেজন্য করদাতাবৃন্দকে প্রথমে ibas.finance.gov.bd/acs/general/sales#/home/dashboard ওয়েবসাইটে প্রবেশ করে "এনবিআর এর জমা" অপশনে ক্লিক করতে হবে। তারপর সম্মানিত করদাতাবৃন্দ আয়কর অপশন ক্লিক করে তাদের সংশ্লিষ্ট কর অঞ্চল, কর সার্কেল, যে ধারায় আয়কর জমা দিবেন, আয়করের পরিমাণ সিলেক্ট করে কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করে সহজেই অনলাইনে চালানের মাধ্যমে আয়কর জমা দিতে পারবেন এবং চালানের কপি ডাউনলোড করে নিতে পারবেন।