আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Message of the Office Head

সম্মানিত করদাতাবৃন্দ


আয়কর বিভাগ, মানিকগঞ্জ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, মানিকগঞ্জ জেলার সকল সম্মানিত করদাতাবৃন্দের আয়কর, দানকর ও ভ্রমণ কর সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে এবং রাষ্ট্রীয় রাজস্ব আহরণের স্বার্থে উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-২৬৩ (মানিকগঞ্জ) এবং সার্কেল-২৬৪ (ঘিওর), কর অঞ্চল-১২, ঢাকা তথা আয়কর বিভাগ মানিকগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে, ২০৩০ সালের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বৈদেশিক সাহায্যনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের প্রতি সরকার বিশেষভাবে নজর দিয়েছে। সেই প্রক্রিয়াকে বেগবান করার লক্ষ্যে এবং সম্মানিত করদাতাবৃন্দকে আয়কর সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদানের লক্ষ্যে আয়কর বিভাগ, মানিকগঞ্জ বদ্ধ পরিকর। আয়কর বিভাগের এই ঐকান্তিক প্রচেষ্টাকে বেগবান করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিল, উৎসে আয়কর/অগ্রিম আয়কর/রিটার্নের সাথে পরিশোধিতব্য আয়কর/বকেয়া আয়কর পরিশোধ এবং নির্ধারিত সেবা প্রদানের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্রযাচাইসহ রাষ্ট্রের রাজস্ব আহরণ প্রক্রিয়ার সকল প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে স্বনির্ভর করার লক্ষ্যে আপনারা কাজ করবেন বলে আয়কর বিভাগ, মানিকগঞ্জ প্রত্যাশা করে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলার সম্মানিত করদাতাবৃন্দের আয়কর সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধান অথবা কর ফাঁকি সংক্রান্ত যেকোনো তথ্য সরবরাহের জন্য আমাদের সাথে সরাসরি/ডাকযোগে/টেলিফোনে/ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।


আপনাদের আয়কর সেবা প্রদানে আমরা সদা তৎপর রয়েছি। 


মোঃ ইশতিয়াক হোসেন

সহকারী কর কমিশনার

সার্কেল-২৬৩ (মানিকগঞ্জ) এবং সার্কেল-২৬৪ (ঘিওর)

কর অঞ্চল-১২, ঢাকা।