আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Vision and Mission


ভিশনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২০৩০ সালের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণ, ২০৭১ সালের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সোনার বাংলা গঠন এবং ২১০০ সালের বদ্বীপ পরিকল্পনা অর্জনে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা।

 

মিশনঃ বাংলাদেশের সকল অর্থনৈতিক কর্মকান্ডের মানসম্মত অ্যাসেসমেন্ট সম্পন্ন করার মাধ্যমে অভ্যন্তরীণ আয়কর রাজস্বের সঠিক পরিমাণ নির্ধারণ এবং তার পূর্ণ আহরণ নিশ্চিত করা।