আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সম্মানিত করদাতাগণের সুবিধার্থে কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম ও করদাতাগণের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত তথ্যাবলী নিম্নে প্রকাশ করা হলোঃ-

ক্রঃ নং

কাজের নাম ও প্রকৃতি

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ/স্থান

সংশিস্নষ্ট বিধি বিধান

০১।

টি.আই.এন সনদ প্রদান

উপ কর কমিশনারের কার্যালয়

আয়কর বিধিমালা, ১৯৮৪ এর বিধি ৬৪ বি অনুযায়ী নির্ধারিত ফরমে ২কপি পিপিসাইজ রঙ্গিন ছবি,  জাতীয় পরিচয়পত্রসহ আবেদনের প্রেক্ষিতে প্রদান করা হয়।

০২।

ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু

’’

সমুদয় আয়কর পরিশোধ সাপেক্ষে  উপ কর কমিশনারের বরাবরে লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রদান করা হয়

০৩।

কর নির্ধারণ আদেশ ও দাবীনামা জারি

’’

আয়কর বিধিমালা, ১৯৮৪ এর ধারা ১৩৫।

০৪।

কর নির্ধারণ আদেশ ও সম্পদ বিবরণীর অবিকল নকল সরবরাহ

’’

প্রয়োজনীয় কোর্ট ফি ও কপিং ফি প্রদান পূর্বক আবেদন করতে হয়।

০৫।

আয়কর রিটার্ণ সরবরাহ ও আয়কর রিটার্ণের প্রাপ্তি স্বীকার পত্র প্রদান

’’

আয়কর বিধিমালা, ১৯৮৪ এর ধারা- ৫, ৭৭ ও ৯৩।

০৬।

আপীল, ট্রাইবুনাল ও হাইকোর্ট কর্তৃপক্ষর আদেশ অনুযায়ী কর নির্ধারণ আদেশ সংশোধন

’’

আয়কর বিধিমালা, ১৯৮৪ এর ধারা ১৫৬, ১৫৯ ও ১৬১।