মানিকগঞ্জ জেলার সম্মানিত করদাতাবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৭ অনুসারে নিম্নবর্ণিত ব্যক্তিগণ কর্তৃক "প্রতি মাসে" উৎসে কর কর্তনের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
১। স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারের কোনো কর্তৃপক্ষ, বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য কোম্পানি
২। ফার্ম
৩। ব্যক্তিসংঘ
৪। বেসরকারি হাসপাতাল
৫। ক্লিনিক
৬। ডায়াগনস্টিক সেন্টার
উপর্যুক্ত ব্যক্তিসমূহকে প্রতি মাসের ১৫ (পনের) তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের জন্য প্রযোজ্য উৎসে করের রিটার্ন দাখিল করতে হবে।
উল্লেখ্য, আয়কর আইন, ২০২৩ এর উপর্যুক্ত ধারা ১৭৭ এর অধীনে মাসিক উৎসে করের রিটার্ন দাখিলে ব্যর্থ হলে সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে অথবা ৫ (পাঁচ) হাজার টাকা, দু'টির মধ্যে যা অধিক, সেই পরিমাণ জরিমানা আরোপ করার বিধান রয়েছে। তাছাড়া ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য অথবা তাহার ভগ্নাংশের জন্য ১ (এক) হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে।
এমতাবস্থায়, মানিকগঞ্জ জেলার অধিক্ষেত্রাধীন উপর্যুক্ত সম্মানিত করদাতাবৃন্দকে প্রতি মাসে উৎসে করের রিটার্ন দাখিল করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধক্রমেঃ
মোঃ ইশতিয়াক হোসেন
সহকারী কর কমিশনার
সার্কেল-২৬৩ (মানিকগঞ্জ) ও সার্কেল-২৬৪ (ঘিওর)
কর অঞ্চল-১২, ঢাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস