আয়কর বিভাগ, মানিকগঞ্জ, কর অঞ্চল-১২, ঢাকা এর অধীনে মানিকগঞ্জ জেলার সকল উপজেলার অভ্যন্তরীণ রাজস্ব আহরণের কাছে নিয়োজিত রয়েছে। উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-২৬৩ (মানিকগঞ্জ), কর অঞ্চল-১২, ঢাকা দপ্তরটি মানিকগঞ্জ জেলার সদর উপজেলা, সিংগাইর উপজেলা এবং সাটুরিয়া উপজেলার সকল সম্মানিত করদাতাবৃন্দকে আয়কর সেবা প্রদানে নিয়োজিত আছে। অপরদিকে উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-২৬৪ (ঘিওর), কর অঞ্চল-১২, ঢাকা দপ্তরটি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা, শিবালয় উপজেলা, হরিরামপুর উপজেলা এবং দৌলতপুর উপজেলার সকল সম্মানিত করদাতাবৃন্দকে আয়কর সেবা প্রদানে নিয়োজিত আছে। উক্ত কার্যালয়সমূহ ব্যক্তি করদাতাবৃন্দকে আয়কর সেবা প্রদানের পাশাপাশি উৎসে আয়কর কর্তন ও জমা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ১১৭এ ধারায় মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস