আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। মানিকগঞ্জ জেলার সকল উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আয়কর কর্তৃপক্ষ


আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৩ অনুসারে কর প্রশাসন ব্যবস্থায় আয়কর কর্তৃপক্ষ হচ্ছে - 

১) জাতীয় রাজস্ব বোর্ড

২) মুখ্য কর কমিশনার

৩) মহাপরিচালক, কর পরিদর্শন পরিদপ্তর

৪) কর কমিশনার (আপিল)

৫) কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট)

৬) মহাপরিচালক (প্রশিক্ষণ)

৭) মহাপরিচালক, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) 

৮) কর কমিশনার 

৯) আপীলাত অতিরিক্ত কর কমিশনার 

১০) পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার 

১১) আপীলাত যুগ্ম কর কমিশনার

১২) পরিদর্শী যুগ্ম কর কমিশনার

১৩) উপ কর কমিশনার

১৪) কর কমিশনার কর্তৃক তাঁর অধিক্ষেত্রে কর্মরত উপ কর কমিশনারবৃন্দ থেকে মনোনিত কর আদায়কারী কর্মকর্তা (ট্যাক্স রিকভারি অফিসার)

১৫) সহকারী কর কমিশনার

১৬) অতিরিক্ত সহকারী কর কমিশনার

১৭) কর পরিদর্শক