আয়কর আইন, ২০২৩ অনুসারে ৪৩টি সেবা নেয়ার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, যেসব কর্তৃপক্ষ উক্ত সেবাসমূহ প্রদান করবেন, তাদেরকে অবশ্যই সেবাগ্রহণকারী ব্যক্তির রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই করে নিতে হবে। সকলের সুবিধার্থে আয়কর বিভাগ অনলাইনেই রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাইয়ের সুযোগ তৈরি করে দিয়েছে। বর্তমানে etaxnbr.gov.bd/#/submission-verification ওয়েবসাইতে প্রবেশ করে যেকেউ সংশ্লিষ্ট ব্যক্তির ই-টিন নাম্বার এন্ট্রি দেয়ার মাধ্যমে তার রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই করতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস